গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ১৯৯২ইং সালে সার্বজনীন প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক ঘোষনা করেন। প্রাথমিক শিক্ষাকে বাংলাদেশের জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে পর্যায়ক্রমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পথ চলা শুরু করে। প্রাথমিক শিক্ষাকে মানসম্মত এবং বিকেন্দ্রীকরনের উদ্দেশ্যেই বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, পিটিআই, উপজেলা শিক্ষা অফিস এবং সর্বশেষ সংযোজন উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি)।শিক্ষাই জাতীর মেরুদন্ড এবং আজকের ছাত্ররাই আগামী দিনের জাতীর কর্ণধার। আর জাতি গড়ার কারিগর হলো শিক্ষক। একজন দক্ষ ও সুপ্রশিক্ষিত শিক্ষকই পারেন দক্ষ জাতি গড়তে। তাই সর্বপ্রথম প্রয়োজন শিক্ষকগণদের যুগোপগী ও প্রশিক্ষিত করে তোলা। আর এই উদ্দেশ্যে দেশের প্রতিটি উপজেলায় একটি করে ইউআরসি ভবন স্থাপিত হয়, যাতে করে শিক্ষকগণ স্ব স্ব উপজেলার ইউআরসি ভবনে সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন প্রশিক্ষণ করতে পারেন।
ইন্সট্রাক্টরের কার্যালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন একটি প্রতিষ্ঠান ‘‘ উপজেলা রিসোর্স সেন্টার’’ মীরসরাই, চট্টগ্রাম।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস